Firhad Slams Dhankhar : কেকে'র মৃত্যু নিয়ে রাজ্যপালের বক্তব্যের পালটা দিলেন ফিরহাদ - Firhad Slams Dhankhar
🎬 Watch Now: Feature Video
কেকে'র মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ । পাল্লা দিয়ে তরজা চলছে শাসক বিরোধী দলের মধ্যে । তারই মাঝে এবার কেকে'র মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি নজরুল মঞ্চের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল (Firhad Hakim Slams Jagdeep Dhankhar on KK Death)। আর তার পালটা তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "কাল পুলিশ কমিশনার তদন্ত করে সব বলে দিয়েছেন । পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটেনি । অনুষ্ঠানের সময় গান, নাচ করলে শরীর গরম হয় । আমদেরও বক্তৃতা দিতে গিয়ে হয় । তার মানে সব সময় হৃদরোগে আক্রান্ত হব, তেমনটা নয় । কেউ ভগবান নয়, যে আগে থেকে সব বুঝে যাবেন । আর বিজেপি যা বলে রাজ্যপাল তাই করে ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST