Panchayat Elections 2023: ভোট লুঠ-ছাপ্পা দেখে আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন মহিলা প্রিসাইডিং অফিসার - ভোট লুঠ
🎬 Watch Now: Feature Video
বীরভূমের ময়ূরেশ্বরে প্রিসাইডিং অফিসারের সামনে দেদার ছাপ্পা ও ভোট লুঠ। 'গণতন্ত্রের হত্যা' দেখে বুথের ভেতরে বসে কান্নায় ভেঙে পড়লেন মহিলা প্রিসাইডিং অফিসার রঙ্গনা সেন ৷ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার রাজচন্দ্রপুর গ্রামে 147 নম্বর বুথে দেদার ছাপ্পার অভিযোগ তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে। সকাল থেকেই ভোট লুঠ শুরু হয় ৷ তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার-সহ অন্যান্য ভোটকর্মীরা ৷ অভিযোগ এমনকী, বাইরেও তাণ্ডব চালায় মুখ বেঁধে ব্যালট বক্স দখল করতে আসা দুষ্কৃতিরা। দু'টি বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ প্রিসাইডিং অফিসার রঙ্গনা সেন জানিয়েছেন, বেশ কিছুক্ষণ ভোট চলার পরে অনেকগুলো ছেলে মুখ বেঁধে বুথের ভিতর ঢুকে পড়ে ৷ কিছুক্ষণ পর থেকেই দেদার ছাপ্পা শুরু হয় ৷ তারপর ভোটের ব্যালট বক্সগুলি তুলে নিয়ে চলে যায় ৷ আর এই ঘটনায় দায়িত্বে থাকা মহিলা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷ কান্নায় ভেঙে পড়েন ৷ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে। ঘটনায় প্রতিবাদে সরব হয় বিজেপি। ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ করে তারা। অনুব্রত মণ্ডলহীন বীরভূমে দিকে দিকে ছাপ্পা, ব্যালট বক্স লুঠ, বিরোধীদের মারধর, বোমাবাজি, বুথ দখলের ছবি দেখা গেল সকাল থেকেই ৷