Fake CBI Officer: নৈহাটিতে চলন্ত ট্রেনে পাকড়াও ভুয়ো সিবিআই আধিকারিক - Fake CBI officer arrested in Naihati
🎬 Watch Now: Feature Video
নৈহাটি স্টেশনে আরপিএফ-এর হাতে আটক এক ভুয়ো সিবিআই অফিসার । তাঁর নাম ব্রজগোপাল পাল ৷ বয়স 28 বছর । ধৃতের থেকে উদ্ধার হয়েছে ভুয়ো সিবিআই দফতরের পরিচয় পত্র, একটি আধার কার্ড ও প্যান কার্ড । আটক ভুয়ো সিবিআই অফিসার ব্রজগোপালকে আরপিএফ আধিকারিকরা পাকড়াও করে ৷ পরে তাঁকে তুলে দেওয়া হয় জিআরপিএফের হাতে ৷ জিআরপিএফ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, সোমবার সকালে 11 নাগাদ আপ কৃষ্ণনগর লোকাল নৈহাটি থেকে ছাড়বার সময় কর্মরত টিটি স্নেহাশিস চক্রবর্তী টিকিট দেখছিলেন ৷ তখন তাঁর সামনে পরে বিনা টিকিটে ভ্রমণ করা এক যাত্রী ৷ সেই ব্যক্তির কাছ থেকে টিকিট চাওয়া হলে তিনি নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন ৷ এরপর ব্রজগোপাল সিবিআই অফিসার বলে দাবি করে একটি পরিচয় পত্রও দেখান । সেই পরিচয় পত্র দেখে সন্দেহ হয় কর্মরত টিটি স্নেহাশিস চক্রবর্তীর । তিনি সিবিআই দফতরে ফোন করেন ৷ সেখান থেকে জানানো হয় ওই নামে কোনও সিবিআই অফিসার নেই । এরপরেই আরপিএফকে ডেকে ব্রজগোপালকে তাদের হাতে তুলে দেন টিটি ৷