Faithful Dog Stays in Mortuary: মালিকের মৃতদেহ মর্গের ভিতরে নিয়ে যেতে দেখেছে, তাই হাসপাতালেই থাকে পোষ্য - মানুষের বিশ্বস্ত সঙ্গী কুকুর
🎬 Watch Now: Feature Video
Published : Nov 5, 2023, 12:28 PM IST
সভ্যতার শুরু থেকে মানুষের প্রথম সঙ্গী সারমেয় ৷ শুধু সঙ্গীই নয়, বিশ্বস্তও ৷ তেমনটাই প্রমাণ করল একটি সারমেয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে তার মালিককে হারিয়েছে ৷ তার মালিকের মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয় ৷ আর সেই দৃশ্য চোখের সামনে দেখেছে পোষ্য সারমেয়টি ৷ মর্গের ভিতরে নিয়ে যেতে দেখে তার মনে হয়েছে মালিক ওর মধ্যেই আছে ৷ তাই মালিকের খোঁজে সেও মর্গের সামনে বাসা বেঁধেছে ৷ সেখানেই রয়ে গিয়েছে সারমেয়টি ৷ এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে কেরলের কন্নুরে ৷
জেলার হাসপাতালের এক কর্মী বিকাশ বলেন, "চার মাস আগে এখানে একজন রোগী এসেছিলেন ৷ তাঁর সঙ্গে একটি সারমেয় হাসপাতালে এসেছিল ৷ এবার ওই রোগীর মৃত্যু হয়েছে ৷ তারপর রোগীর দেহ নিয়ে যাওয়া হয় মর্গে ৷ সেই সময় কুকুরটি এখানে ছিল ৷ সে দেখেছিল, তার মালিককে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সারমেয়টির বিশ্বাস, এখনও তার মালিক এই মর্গেই রয়েছে ৷" তিনি আরও জানান, এরপর ওই রোগীর দেহ মর্গ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু পোষ্য তা দেখেনি ৷ তাই তার বিশ্বাস, মালিক এই মর্গেই আছে ৷ কুকুরটি হাসপাতাল চত্বরে থেকে গিয়েছে ৷