Coromandel Express Accident: ডিউটি বদলে উঠেছিলেন করমণ্ডলে, মৃত্যুমুখ থেকে ফিরে আতঙ্কে রেলকর্মী
🎬 Watch Now: Feature Video
কথায় আছে রাখে হরি, মারে কে ! নিজের ডিউটি পরিচিত দাদাকে করতে অনুরোধ করেছিলেন, তা খুশিমনে মেনে নিয়েছিলেন প্রবীর দাস ৷ এসি কোচের সহায়ক হিসেবে চেপে বসেন 12841 করমণ্ডল এক্সপ্রেসে ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থির থাকতে পারেননি ওই রেলকর্মী ৷ তাঁর জায়গায় গিয়ে দুর্ঘটনার কবলে পরা দাদা কী অবস্থায় রয়েছেন, তা ভেবেই রীতিমতো আত্মশ্লাঘায় ভুগছিলেন তিনি ৷ অন্যদিকে, আশঙ্কা গ্রাস করতে থাকে প্রবীর দাসের পরিবারকেও ৷
শেষ পর্যন্ত ঘটনার দু'ঘণ্টা পর যোগাযোগ করা যায় দুর্ঘটনার কবলে পরা ওই রেলকর্মীর সঙ্গে ৷ স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার-পরিজনেরা ৷ দাদা ভালো আছেন জেনে হাফ ছাড়েন প্রথমজনও ৷ আজ বিশেষ ট্রেনে বালাসোর থেকে হাওড়া ফেরেন তিনি ৷ মৃত্যুকে ছুঁয়ে আসার পরেও চোখে-মুখে আতঙ্ক যেন কাটছে না প্রবীর দাসের ৷