G20 Exhibition: জি20 সম্মেলনের মঞ্চে ভারত মণ্ডপমে মেগা প্রদর্শনীশালা, স্থান পেল দেশের সংস্কৃতি ও ঐতিহ্য - দিল্লিতে জি20

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 7:09 PM IST

দিল্লিতে চলেছে জি20 শীর্ষ সম্মেলনের মেগা ইভেন্ট ৷ এই সম্মেলনে আমন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷ মেগা অনুষ্ঠানে বৈঠকের পাশাপাশি ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রদর্শনীশালারও ৷ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা শিল্পকলা ধরা পড়েছে এক ছাদের তলায় ৷ এদিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মধুবনি পেইন্টার শান্তি দেবী তুলে ধরেন ভারতের চন্দ্রযান 3-এর সাফল্য ৷ তিনি জানিয়েছেন, ভারতের গর্বকে নিজের শিল্পশৈলীর মাধ্যমে তুলে ধরতে পেরে আনন্দিত ৷ অন্যদিকে, কাশ্মীরের হ্যান্ডক্রাফটও স্থান পেয়েছে জি20-র মেগা প্রদর্শনীশালায় ৷ প্যাপিয়ার মাশে, কাশ্মীরের অন্যতম শিল্পকলা তুলে ধরা হয়েছে সেখানে ৷ এছাড়াও ঘরের অন্দরসজ্জা থেকে শুরু করে হাতে তৈরি গয়না, নানা ধরনের হ্যান্ডলুম শাড়ি, শাল স্থান পেয়েছে প্রদর্শনীশালাতে ৷ ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের (এনজিএমএ) প্রদর্শনী 'রুটস অ্যান্ড রুটস'-এর কিউরেটর রাঘবেন্দ্র সিং জানান যে, প্রদর্শনীটি যাতে ভারতীয় সংস্কৃতিকে উপস্থাপন করে, তার একটা প্রচেষ্টা করা হয়েছে ৷ এই প্রদর্শনীর মর্যাদা বাড়িয়েছে সকলের ৷ বিশ্ব নেতাদের জন্য একটি বিশ্বমানের প্রদর্শনী প্রস্তুত করা হয়েছে ৷ নয়াদিল্লিতে 9 এবং 10 সেপ্টেম্বর জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ প্রগতি ময়দানের ‘অত্যাধুনিক’ ভারত মণ্ডপে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.