Ditipriya Roy Interview: 14 নয়, 24 ফেব্রুয়ারি দিতিপ্রিয়ার ভ্যালেন্টাইন্স ডে ! কেন জানেন ? - Ditipriya Roy

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 14, 2023, 8:43 PM IST

ওটিটি-তে দিতিপ্রিয়ার নতুন চরিত্রের নাম মঞ্জরি । আগামী 24 ফেব্রুয়ারি হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর'। সেখানে গ্রামেরই এক সাদাসিধে মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy Interview)। ভ্যালেন্টাইন্স সপ্তাহেই হাজির হয়েছে এই সিরিজের ট্রেলার । ভালোবাসায় মোড়া এই ওয়েব সিরিজে রয়েছে পুরনোকে খুঁজে পাওয়ার আস্বাদ । দিতিপ্রিয়ার (Ditipriya Roy) কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন ৷ তাঁর মতে, "আমার বাবা-মা এত বছরেও ভালোবাসার ঠিকঠাক সংজ্ঞা দিতে পারল না, আমি দিই কী করে ! তবে ভালোবাসা মানে শুধুই একটা ছেলে আর একটা মেয়ের প্রেম নয় । ভালোবাসার অনেক রঙ ।" 24 ফেব্রুয়ারি 'ডাকঘর' আসছে ওটিটি প্ল্যাটফর্মে । আর সেদিনই দিতিপ্রিয়ার বাবা-মায়ের বিবাহবার্ষিকী । তাই ওই দিনটা দিতিপ্রিয়ার জীবনে খুব স্পেশাল এবং ভালবাসার দিন ৷ অনেকটা ভ্যালেন্টাইন্স ডে-র মতো । তা ছাড়াও এই তারিখটা নানা কারণে খুব স্পেশাল তাঁর কাছে । ঠিক যেমন অনেক চরিত্র জনপ্রিয়তা দিলেও রানিমা তাঁর কাছে অধিক আদরের । এ হেন নানা অনুভুতি ব্যক্ত করার পাশাপাশি নিজের চিঠি পাওয়ার গল্পও ভ্যালেন্টাইন্স ডে-তে ইটিভি ভারতকে শোনালেন রানিমা । রবিবার মুক্তি পায় অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর'-এর ট্রেলার ৷ সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্য়ায় এবং দিতিপ্রিয়া রায় ৷ হাগদা নামের এক অখ্য়াত গ্রামের পোস্টমাস্টার দামোদর দাস এবং স্থানীয় কিশোরী মঞ্জরীকে ঘিরে গড়ে ওঠে এই গল্প ৷ অভিনেতা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অতনু বর্মনকেও বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ডাকঘরে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.