বছরের প্রথমদিন সাতসকালে চলছে প্যারাড! তাও 'ওকে' ফেরত পাঠালেন সেনারা, কেন?

🎬 Watch Now: Feature Video

thumbnail

Elephant in Locality: তিন দশক বাদে ফের শহরে প্যারাডে ব্যস্ত দাঁতাল ৷ জলপাইগুড়ির মালবাজারে শহরে দাপিয়ে বেড়াচ্ছে এক হাতি ৷ পরে সেনা জওয়ানরা ফেরত পাঠাল তাকে। বছরের প্রথমদিন ভোরের আলো ফুটতেই শহরে চলে দেখা মিলল দাঁতালের। সোমবার ভোর পৌনে 6টা থেকে সাড়ে ছ'টা পর্যন্ত, মালবাজার শহরের রামকৃষ্ণ কলোনি, সত্যনারায়ণ মোড়, গুরুদ্বার, ক্যালটেক্স মোড় এলাকা দিয়ে হাতি প্যারাড করতে ব্যস্ত। 

বন দফতর বা পুলিশ কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও হাতির দাপাদাপির খবর পেয়ে সক্রিয় হন মালবাজার শহর লাগোয়া সেনা ছাউনির জওয়ানরা। মূলত তাঁদের উদ্যোগেই মালবাজার পৌরসভা পার করে চা-বাগানের দিকে পাঠিয়ে দেওয়া হয় হাতিটিকে। তবে শহরে ওই দাঁতাল ঘুরে বেড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর অবশ্য মেলেনি।

প্রসঙ্গত, গত 1991 সালে এই রকমভাবে এক সকালে মালবাজার শহরের বুকে হাতি ঘুরে বেরিয়ে ছিল। পরে নিজে থেকেই ফিরে যায়। শহরের আশেপাশে দেখা গেলেও হাতি শহরের বুকে এভাবে আসেনি। এতেই শহরের আতঙ্ক ছড়িয়েছে। অনুমান করা হচ্ছে, আজকের ওই হাতিটি আইভিল ও সোনগাছি চা-বাগান হয়ে সাখামের জঙ্গলে যাওয়ার পথে দলছুট হয়ে শহরে চলে এসেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.