মাঝরাতে হাতির হানা, লণ্ডভণ্ড একাধিক ঘরবাড়ি; দেখুন ভিডিয়ো - হাতির হানা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-01-2024/640-480-20498523-thumbnail-16x9-ll.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Jan 13, 2024, 2:18 PM IST
Elephant Attack: একে ঘন কুয়াশা, তার উপর দোসর হাতির হানা ৷ শনিবার সকালে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকে ঘরবাড়ি লণ্ডভণ্ড করল দাঁতাল ৷ বেলাগামভাবে একের পর এক বাড়িতে তাণ্ডব চালাল গজরাজ। আতঙ্কে শীতের রাতে ঘর বাড়ি ছেড়ে, সন্তান নিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পেলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায়। ক্ষতিগ্রস্ত প্রায় 10টি বাড়ি এবং ঘরে মজুত আসবাবপত্র থেকে শুরু করে লুট হয়েছে খাবারের দোকান। ঘটনার আতঙ্কে গোটা গধেয়ারকুঠী।
জানা গিয়েছে, শুক্রবার রাত বারোটা নাগাদ তিন-চারটি হাতি ঢুকে পড়ে ওই এলাকায়। যদিও এই ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। মধ্যরাতে হাতির তাণ্ডবে ঘর ভাঙতে শুরু করলে হাতির উপস্থিতি আঁচ করতে পেরে কোনওরকমে বাচ্চা নিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান বাসিন্দারা। ওই গ্রামের পাশেই রয়েছে মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ফরেস্ট ৷ এলাকাবাসীর অভিযোগ, ক্ষয়ক্ষতি হলেও ক্ষতিপূরণ হিসেবে টাকা মেলে নামমাত্রই। অনেক সময় সেটাও জোটে না। এদিকে বছরের পর বছর গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হলেও হাতির হানা রুখতে বন দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশ্য বন দফতর জানিয়েছে, হাতির হানার খবর পেলেই ছুটে যাচ্ছেন বনকর্মীরা।