Elephant Attack in Jalpaiguri: দরজা ভেঙে দোকানে, রেশনের চাল-আটা সাবাড় করল হাতি - জলপাগুড়ি
🎬 Watch Now: Feature Video
বন্ধ রেশন দোকানের কাঠের দরাজা ও টিনের দেওয়াল ভেঙে পেট পুরে চাল আর আটা সাবাড় করল বুনোহাতি ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি এলাকায় (Elephant Attack in Jalpaiguri) ৷ দোকানের মালিক তথা এলাকার রেশন ডিলার মহম্মদ তসলিম জানিয়েছেন, শুক্রবার রাতের এই ঘটনায় তাঁর অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, এই এলাকায় হাতির আনাগোনা নতুন কিছু নয় ৷ কিন্তু, এর আগে কখনও কোনও বুনো হাতি এভাবে কোনও দোকানে হামলা চালায়নি ৷ তসলিম জানান, শুক্রবার গভীর রাতে এলাকায় ঢোকে হাতিটি ৷ সেই সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন ৷ হঠাৎ একটা হইচই শুনে ঘুম ভেঙে যায় তসলিমের ৷ বাড়ির বাইরে এসে দেখেন, রেশন দোকানে হামলা চালিয়েছে হাতি ! প্রথমে প্রাণীটি দোকানের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ তারপর সেখানেই পেট ভরে চাল আর আটা খায় ৷ এরপর আরও কয়েকটি চাল ও আটার বস্তা শুঁড়ে বাগিয়ে তুলে নিয়ে যায় ৷ তারপর সামনের মাঠ পেরিয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি ৷ এই ঘটনা বন দফতরকে জানানো হয়েছে ৷