Eid 2023: খুশির ঈদে মেতে উঠল দুর্গাপুর - Eid
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর, 22 এপ্রিল: দীর্ঘ এক মাস রোজা রাখার পর শনিবার খুশির ঈদ। সেই উপলক্ষেই সকাল থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের বিভিন্ন স্থানে নমাজ পাঠ শুরু হয়। দুর্গাপুরের নঈম নগর, মেনগেট, আমরাই, আরতী গ্রাম, ইছাপুর সহ স্টিল টাউনশিপের আকবর রোড, দিশারি সঙ্ঘের মাঠ, চণ্ডীদাস সহ বিভিন্ন স্থানে ঈদের পবিত্র দিনে নমাজ পাঠ হয়েছে।
ছোট থেকে বড় সকলেই নমাজ শেষে ঈদ মোবারক জানিয়ে আলিঙ্গনে মেতে ওঠেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি খুশির ঈদ উদযাপিত হচ্ছে গোটা দুনিয়ায় । দিল্লির জামা মসজিদ থেকে কলকাতার নাখোদা মসজিদ- উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে। আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনারও । শনিবার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, শুক্রবার ভারতীয় উপমহাদেশে ইদের চাঁদ দেখা গিয়েছিল। এরপর শনিবার ইদের কথা ঘোষণা করা হয়। ইদের চাঁদ দেখতে পাওয়ার পরই দেশজুড়ে শুরু হয়ে যায় উৎসব। উল্লেখ্য, ঈদের দিন নানা রকম রীতিনীতি পালন করা হয় । চলে দেদার খাওয়া-দাওয়া । বিরিয়ানি থেকে শুরু করে সিমাইয়ের পায়েস খাওয়ার প্রচলন রয়েছে এই দিন ।