Durga Puja 2023: ময়নাগুড়ি আনন্দনগর ইয়ুথ ক্লাবের পুজো সকলের নজর কাড়ছে - durga puja 2023
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2023, 10:28 PM IST
জলপাইগুড়ি জেলার নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম হল ময়নাগুড়ির আনন্দনগর ইয়ুথ ক্লাবের পুজো । এবারের ইয়ুথ ক্লাবের পুজোর 62তম বর্ষ। প্রতি বছর ময়নাগুড়ি ইয়ুথ ক্লাবের পুজোয় চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি । এবারের তাদের পুজোর থিম স্বপ্নের রাজপ্রাসাদ। মূলত শষ্য দাঁনা দিয়েই মণ্ডপের কাজ করা হয়েছে এখানে। সরষের দাঁনা, লাউনের দানা, কুমড়োর দানা দিয়ে বিভিন্ন নকসা ফুটিয়ে তোলা হয়েছে এখানের মণ্ডপের গায়ে । এবছর এই পুজোর মণ্ডপ যথেষ্ট সাড়া জাগিয়েছে ময়নাগুডিতে ৷ যথেষ্ট জনসমাগমও হচ্ছে এই মণ্ডপে ৷ ময়নাগুড়ি ইয়ুথ ক্লাবের পুজো কমিটির সম্পাদক বিশু সেন বলেন, "এবার আমাদের পুজোর থিম স্বপ্নের রাজপ্রাসাদ। ময়নাগুড়ির পুজো মানেই ইয়ুথ ক্লাব। এবারও দর্শনার্থীদের মন জয় করতে পেরেছি আমরা। সত্যিকারের রাজপ্রসাদের আদল তৈরি করা হয়েছে এই মণ্ডপ। আমরা দর্শনার্থীদের বলব একবার আসুক দেখে যান পুজো মণ্ডপটি।" রঙবেরঙের মণ্ডপের পাশাপাশি এবার এই পুজোয় নজর কাড়ছে, মণ্ডপের ভিতরের বিশাল আকারের ঝাড়বাতিটিও ৷ সঙ্গে মানানসই আবহ সঙ্গীত ও দেবী প্রতিমা ৷