Puja Carnival 2023: দক্ষিণ 24 পরগণার বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর কার্নিভাল, চলছে জমজমাট উৎসব - চলছে জমজমাট উৎসব
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 10:43 PM IST
সবে শেষ হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব ৷ তবে উৎসব মুখর বাঙালি এবার মেতে উঠেছে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে ৷ আগে শুধু কলকাতা এবং তার আশপাশের গুটিকয়েক প্রতিমা নিয়ে রেড রোডে আয়োজিত হত কার্নিভাল ৷ এবছর কিন্তু এই ধরনের কার্নিভালের আয়োজনে মেতে উঠেছে জেলাগুলিতেও ৷ দুর্গাপুরে কার্নিভালের আয়োজন হয়েছিল গত বছরও ৷ আর এবার দক্ষিণ 24 পরগনা জেলার 4টি পৃথক মহকুমার এলাকায় আয়োজিত হল পুজো কার্নিভাল। বৃহস্পতিবার সান্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠানের আয়োজিত হল হুগলি নদীর তীরে ৷ এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 20টি পুজো কমিটি । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক আশক দেব, বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ দফতর মন্ত্রী দীলিপ মণ্ডল এবং ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ।
ক্যানিং মহাকুমার কার্নিভালে অংশগ্রহণ করেছে 17টি পুজো কমিটি । এই কার্নিভালে উপস্থিতি ছিলেন একাকধিক বিশিষ্ট মানুষ। কাকদ্বীপ মহাকুমার পুজোর কার্নিভালে হাজির ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা । অন্যদিকে বারুইপুরের বিসর্জনের কার্নিভালে অংশ গ্রহণ করেছে 23টি পুজো কমিটি । এই সংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে হুগলি নদীর তীরে দেখা গেল জনপ্লাবন । ভিড় নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে ।