Puja Carnival in Durgapur: দুর্গাপুরে দুর্গা পুজোর দ্বিতীয় বর্ষের কার্নিভালে জনজোয়ার - দুর্গাপুরের দ্বিতীয় বর্ষের কার্নিভালে জনজোয়ার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:19 PM IST

কলকাতার আগেই দুর্গাপুরে শুরু দুর্গাপুজোর কার্নিভাল ৷ দুর্গাপুর মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রিয়দর্শনী ইন্দিরা সরণিতে শুরু হল এই কার্নিভাল। 16টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করছে । আইনমন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত-গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, কামারহাটির বিধায়ক মদন মিত্র, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলাশাসক পোন্নবালম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই কার্নিভালে । 

প্রদীপ জ্বালিয়ে কার্নিভালের উদ্বোধন করলেন মঞ্চের অতিথিরা । এরপরে একসঙ্গে মিছিলে হাঁটলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, মদন মিত্র, নরেন্দ্রনাথ চক্রবর্তী, অনিন্দিতা মুখোপাধ্যায়রা । নীল সাদা রঙের বেলুন উড়িয়ে কার্নিভালের শুভ সূচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার-সহ অন্যান্যরা । ঢাকের আওয়াজে উপচে পড়ল ভিড় । দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লক থেকে হাজির হন হাজার হাজার মানুষ। 

মানুষর ঢল দেখে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাতকারে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, "দুর্গাপুর আমার প্রিয় শহরগুলির অন্যতম । আমি দুর্গাপুরে প্রায়শই আসি । দুর্গাপুরের রাস্তায় এই ছবি আমি আগে দেখিনি।আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি এই কার্নিভালকে আজ গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন ।" মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "আমরা এমন ছবিই তো দেখতে চেয়েছিলাম । শুধুই মানুষের জোয়ার । দুর্গাপুর শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী,শিল্পনগরী এবার দুর্গাপুরের সংস্কৃতি, কৃষ্টিকে রাজ্য,দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরার এই প্রচেষ্টা আমাদের সার্থক ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.