Ram Navami 2023: রামনবমীতে হুগলিজুড়ে শব্দের তাণ্ডব, বিরোধিতায় ডিজে বক্স বিরোধী মঞ্চ - রামনবমীতে হুগলিজুড়ে শব্দের তাণ্ডব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 31, 2023, 2:36 PM IST

রামনবমী মিছিলে আইনকানুন তোয়াক্কা না-করে গতকাল দেদার চলে ডিজের তাণ্ডব। রামনবমী পুজোর দিন জেলাজুড়ে অস্ত্রের ঝনঝনানি সঙ্গে তারস্বরে মাইক বাজিয়ে শোভাযাত্রা বার করে রামনবমী পুজো কমিটিগুলি। পুলিশের বাধাকে অমান্য করে চলে শোভা যাত্রা। জনবহুল জায়গায় 55 ডেসিবেলের বেশি আওয়াজে মাইক বাজানো নিষিদ্ধ। সেখানে পরিবেশ দফতরের নির্দেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে মাইক বাজানো ৷ কিশোর থেকে যুবক সকলের হাতে বিভিন্ন ধরনের তলোয়ার হাতে দিনভর চলে রামনবমীর মিছিল। হুগলি জেলার পাণ্ডুয়া থেকে চুঁচুড়া শ্রীরামপুরজুড়ে কোথাও হেঁটে ও বাইকে মিছিল করা হয়। 

বিশ্ব হিন্দু পরিষদ, রামনবমী কমিটি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ বিভিন্ন সংগঠন থেকে শোভাযাত্রা বের করা হয়। পাণ্ডুয়ার শোভাযাত্রায় অস্ত্র না-থাকলেও ডিজের দাপট ছিল দেখার মতো। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, "সব সনাতনী এক হয়ে পথে নেমেছে। আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। রাম এমন একজন রাজা ছিলেন যিনি প্রজাদের ভালোবাসতেন, সব করতেন। সেই রামের খোঁজ চলছে।" ডিজের তাণ্ডব প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, "ডিজে কি না, আমি জানি না, কয়েকটি মাইক বেজেছে। বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার বলেন, "রামনবমীর মিছিলে ডিজে বাজতে পারে এই আশঙ্কা ছিল। সমস্ত জায়গায় ডিজে বাজানোর অভিযোগ পেয়েছি। সেই আশঙ্কা সত্যি হল ডিজে বাজল দেদার। আগে থেকে পুলিশকে লিখিত আবেদন করেছিলাম আমরা। আমরা চাই প্রশাসন ব্যবস্থা নিক।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.