Dilip Ghosh On Petrol Price : দেশে পেট্রলের দাম মাত্র 5 শতাংশ বেড়েছে, মন্তব্য দিলীপ ঘোষের - Election Campaign To Support Agnimitra Paul
🎬 Watch Now: Feature Video
শনিবার অন্ডালের উখরাতে সন্ন্যাসী কালীমন্দিরে পুজো দিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার শুরু করেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রব্যমূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলেন, "অন্যান্য দেশে পেট্রলের দাম ৫০% বেড়েছে । আমাদের দেশে তা মাত্র 5% বেড়েছে আর তাতেই নাভিশ্বাস উঠছে । প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান এমনকি নেপালে গিয়ে দেখুন কি অবস্থা । আমরা চাল, ডাল দিচ্ছি ওদের খাবারের জন্য (Dilip Ghosh On Petrol Price)।"