Dilip Ghosh অভিযোগ আগে প্রমাণ করুক, বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলায় মন্তব্য দিলীপের - দিলীপ ঘোষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 19, 2022, 1:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দিলেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কলকাতায় থাকলে প্রতিদিনই নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান তিনি ৷ শুক্রবারও প্রাতঃভ্রমণ সেরে বেরোনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ৷ একটি প্রশ্নের উত্তরে বলেন, এই মুহূর্তে রাজ্য রাজনীতির, বিশেষ করে শাসকদলের বহু নেতার বিরুদ্ধেই আয় বৃদ্ধি ও সম্পত্তি সংক্রান্ত গরমিল থাকার অভিযোগে মামলা রুজু করা হচ্ছে ৷ অথচ, এত দিন তাঁর নাম সেখানে ওঠেনি ৷ এই ঘটনায় কপট বিস্ময় প্রকাশ করেন দিলীপ ৷ এদিকে, সম্প্রতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে ৷ তাতে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের 17 জন নেতার উপার্জন ও সম্পদ বৃদ্ধিতে বেআইনি উৎস মারফত রোজগার বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে ৷ অভিযুক্ত নেতাদের তালিকায় দিলীপ ঘোষও রয়েছেন ৷ বিজেপি নেতার সাফ কথা, অভিযোগ করলেই হবে না ৷ তা প্রমাণ করতে হবে ৷ আদালত পুরো বিষয়টি দেখুক ৷ তারপর আদালত যা রায় দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.