Subho Noboborsho: কোচবিহারে রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন, পয়লা বৈশাখে মন্দিরে ভিড় পুণ্যার্থীদের - পয়লা বৈশাখ
🎬 Watch Now: Feature Video
আজ পয়লা বৈশাখ ৷ বাংলার নতুন বছরের প্রথম দিন ৷ 1430 সালে পা রাখল বাংলা বছর ৷ শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছে ৷ কলকাতার দক্ষিণেশ্বর, কালীঘাট-সহ জেলায় জেলায় বহু প্রাচীন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় জমেছে ৷ তেমনই ভিড় উপচে পড়েছে কোচবিহারের মদনমোহনের মন্দির ৷
বাংলা নতুন বছরে আজ সকাল থেকে কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনকে পুজো দিতে এসেছেন কোচবিহারের মানুষ ৷ 1890 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের উদ্যোগে কোচবিহার শহরে বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা হয় ৷ সেই থেকে এই মন্দির এখানে অন্য়তম প্রসিদ্ধস্থল ৷ এই মদনমোহনকে ঘিরে কোচবিহারের মানুষের আবেগ রয়েছে ৷
কোচবিহারবাসী যে কোনও শুভ কাজে মদনমোহন বাড়িতে মদনমোহনকে দর্শন করে পুজো দিয়ে যান ৷ 1430 সালের পয়লা বৈশাখেও কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে বাসিন্দারা মদনমোহন মন্দিরে আসেন ৷ সকাল সকাল বহু পুণ্যার্থী এসে পুজো দিয়েছেন ৷ মন্দিরে আগত দুই পুণ্যার্থী জানালেন, তাঁরা এখানে সবার মঙ্গল কামনায় এখানে এসেছেন ৷ এই বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক ৷