Subho Noboborsho: বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় তারাপীঠে - Tarapith Temple in Birbhum
🎬 Watch Now: Feature Video
পয়লা বৈশাখে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল তারাপীঠ মন্দিরে । স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত, এমনকী প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড, বিহার থেকেও ভক্তরা তারা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন ৷ ব্যবসার উন্নতির জন্য তারা মায়ের পায়ে হালখাতা ঠেকিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করতে এসেছেন ব্যবসায়ীরা। কেউ এসেছেন সংসারের মঙ্গলকামনায় স্বামী, সন্তান নিয়েও পুজো দিতে ।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "ভোর চারটে থেকে মায়ের পুজো শুরু হয়েছে । প্রতি বছরের মতো রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর থেকে শুরু করে সমগ্র বাংলা, এমনকী বিহার, ঝাড়খণ্ড থেকেও ব্যবসায়ীরা হালখাতা পুজো করাতে এসেছেন । সাধারণ মানুষও পুজো দিতে ভিড় জমিয়েছেন ।"
ভক্তদের বিশ্বাস, তারাপীঠ মন্দিরে এসে দেবীর কাছে নিষ্ঠাভরে কিছু মানত করলে, ভক্তদের মনবাসনা সেটা পূর্ণ হবেই । তাই প্রতিদিনই বহু দূর-দূরান্ত থেকে মানুষজন মনস্কামনা পূরণের আশায় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন । আর নববর্ষ-সহ বছরের বিশেষ দিনগুলিতে মন্দিরে তিল ধারণের ঠাঁই থাকে না । এদিন বর্ষবরণ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে তারাপীঠ মন্দির ।