Deer Eating Snake: এও সম্ভব! 'তৃণভোজী' হরিণ চিবিয়ে খাচ্ছে সাপ! ভাইরাল ভিডিয়ো - সোশাল মিডিয়া
🎬 Watch Now: Feature Video
দিন দিন সোশাল মিডিয়ায় সৌজন্যে কতকিছুই না দেখতে হচ্ছে ! প্রায়ই অদ্ভুত কিছু ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়। যার মধ্যে অনেক ছবি ও ভিডিয়ো একাবারে হতবাক করে দেয় নেটিজেনদের। রবিবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে টুইটারে। যেখানে তৃণভোজী একটি হরিণকে দেখা যাচ্ছে জলজ্যান্ত একটি সাপকে চিবিয়ে খেতে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি এই ভিডিয়োর ক্লিপটি শেয়ার করেছেন টুইটারে ৷ এর মধ্যে বগু মানুষ তা দেখেও বলেছেন। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি হরিণ রাস্তার ধারে দাঁড়িয়ে কিছু একটা চিবিয়ে খাচ্ছে।
গাড়ির ভিতরে থাকা ব্যক্তিটি জুম করলে স্পষ্ট হয়ে ওঠে যে হরিণটি একটি ছোট সাপের শরীর চিবিয়ে খাচ্ছে। ভিডিয়োটি রেকর্ড করা ব্যক্তিকে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, 'সে কি সাপ খাচ্ছে?' এনিয়ে আইএফএস অফিসার ক্যাপশন-সহ ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "ক্যামেরা আমাদের প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে। হ্যাঁ, তৃণভোজী প্রাণীরা মাঝে মাঝে সাপ খায়।" অনেকে আবার বলছেন, সব হরিণকে পুরোপুরি তৃণভোজী বলা না-গেলেও সাপ চিবিয়ে খাওয়ার ঘটনাটি অবিশ্বাস্য। কেউই মনে হয় এই ধরনের ঘটনা কোনওদিন দেখেননি।