Durga Puja 2023: সুরুচিতে 'দশম অবতার'! ঢাক বাজালেন প্রসেনজিৎ-অনির্বাণ - সুরুচি সংঘ
🎬 Watch Now: Feature Video
Published : Oct 18, 2023, 10:17 PM IST
|Updated : Oct 18, 2023, 11:03 PM IST
শারদোৎসবের মহাপঞ্চমীতেই মুক্তি পাচ্ছে একাধিক তারকা অভিনীত সিনেমা 'দশম অবতার' ৷ তার আগেই সুরুচি সংঘে দশভুজার আশীর্বাদ নিতে উপস্থিত 'দশম অবতার'-এর তারকারা ৷ বুধবার পঞ্চমীতে নিউ আলিপুরের সুরচি সংঘে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া এহসান, শ্রীজিত মুখোপাধ্যায় ও মন্ত্রী অরূপ বিশ্বাস ৷
এদিন নতুন সিনেমা 'দশম অবতারের' শেষ মুর্হূতের প্রচার সারলেন তারকারা । দেবী দর্শনের পর মন্ত্রীর সঙ্গে ঢাক বাজালেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সেই ঢাকের বাদ্দিতে কোমর দোলালেন অভিনেত্রী জয়া এহসান। এই সব কিছুর মাঝে বাড়তি পাওনা ছিল অনির্বাণ গলায় গান ৷ যা এক কথায় 'কুড়িয়ে পাওয়া ষোলায়ানা' প্রতিমা দর্শনে আসা দর্শনার্থীদের জন্য ৷ অনির্বাণ ভট্টাচার্য পুজোর মধ্যে সুরুচি সংঘে আর আসতে না পারলেও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে আবারও আসবেন তা নিজেই জানিয়ে গেলেন ৷ মঞ্চে উপস্থিত জয়া এহসান বলেন, "মণ্ডপ সজ্জা অসাধারণ ৷ এই বছর যেহেতু দশম অবতার মুক্তি পাচ্ছে ৷ তাই পুজোয় সুরুচি সংঘেই থাকব ৷" রথ দেখা কলা বেচা দুই হবে ৷ চতুর্থীর দিনই সুরুচি সংঘের মণ্ডপে দর্শনার্থীদের ঢল ছিল দেখে বোঝার উপায় ছিল না চতুর্থী না পঞ্চমী ৷