মালাবদল-সিঁদুর দানে বিয়ে সম্পন্ন টলিপাড়ার জনপ্রিয় জুটি সৌরভ-দর্শনার - Darshana Banik and Saurav Das wedding ceremony

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 11:02 PM IST

Darshana and Saurav Wedding: জমে উঠেছে সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের আসর । হুড খোলা জিপে চেপে বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন বর মশাই। দর্শনাও লাল টুকটুকে বেনারসিতে অনন্যা লাগছিল তাঁকে। মালাবদল সম্পন্ন হল নবদম্পতির । সৌরভের গলায় আগে মালা দিলেন দর্শনা । ব্যাকগ্রাউন্ডে বাজছে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবির গান। তার মাঝেই ফিল্মি স্টাইলে একে অপরকে মালা পরালেন সৌরভ এবং দর্শনা । 

টলিপাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে ঘিরে আগে থেকেই জল্পনা তুঙ্গে ছিল ৷ এদিন বিয়ে বাড়ির আসরে উপস্থিত ছিলেন সৌরভ-দর্শনা ৷ নব দম্পতিকে আর্শিবাদও করেন 'দাদা' ৷ পিড়িতে নয় সৌরভকে পানপাতা চাপা দিয়ে নিজেই ঘোরেন কনে ৷ তপসিয়ার একটি বাঙ্কোয়েটে বসে এই সেলিব্রেটি দম্পতির বিয়ের আসর ৷ বিয়ের মণ্ডপে 'অ্যানিম্যাল' সিনেমার গানে কোমর দোলান বর মশাই ৷ টলিপাড়ার এই জুটির বিয়েতে উপস্থিত ছিলেন আরও অন্যান্য সেলিব্রেটিরাও ৷ বরের সঙ্গে তাঁরাও সঙ্গত দিলেন ৷ বিয়ের আসর ঘিরে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন এই জুটির ফ্যানেরা ৷ অনুরাগীদের অবশ্য নিরাশ করেননি দর্শনা-সৌরভ ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.