Landslide in Darjeeling: ফের দার্জিলিঙের পথে ভূমিধস, ব্যাহত টয় ট্রেন পরিষেবা - টয় ট্রেন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 1, 2022, 7:01 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

দার্জিলিঙের (Darjeeling) পাহাড়ি পথে ফের ভূমিধস (Landslide) ৷ কার্শিয়াং মহকুমার অধীনে তিনধরিয়ার 17 মাইল এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ এর ফলে এনজেপি থেকে দার্জিলিঙের মধ্যে টয় ট্রেন পরিষেবা (Toy Train Service) ব্যাহত হয়েছে ৷ পাশাপাশি, এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাস্তার বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছে ৷ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের আশংকা, অবিলম্বে ধস মেরামতের কাজ শুরু না করা হলে আরও বড় ক্ষতি হতে পারে ৷ বাসিন্দারা জানিয়েছেন, ধসের খবর পাওয়ার পরই এলাকার জনপ্রতিনিধি এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন ৷ তাঁরা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.