Cyclone Biparjoy: আসছে বিপর্যয়, ফুঁসছে আরব সাগর ; দেখুন ভিডিয়ো - বিপর্যয়
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই আছড়ে পড়বে বিপর্যয় ৷ অনেকটা এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় ৷ আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঝড়ে রূপ নিয়েছে। বৃহস্পতিবার গুজরাতের জাখাউ বন্দরে ঘণ্টায় সর্বোচ্চ 125 থেকে 135 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের ৷ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছের জল ফুলে ফেঁপে উঠেছে ৷ বুধবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি।
গুজরাতের ভূজ, জামনগর, গান্ধিধাম, ধারাংধারা, ভদোদরা ও গান্ধিনগরে দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেগুলিতে সেনার তরফে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। মুম্বইয়ের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সোমবার সন্ধ্যায় জুহু সৈকতে 4 বালক ডুবে গিয়েছে। তাদের মধ্যে দু'জনের উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ চলছে ৷ অন্যদিকে, আরব সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো বাতাস গুজরাতের উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। গুজরাতের উপকূলবর্তী এলাকাগুলি থেকে 30 হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।