Cyclone Biparjoy: আসছে বিপর্যয়, ফুঁসছে আরব সাগর ; দেখুন ভিডিয়ো - বিপর্যয়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 14, 2023, 11:56 AM IST

রাত পোহালেই আছড়ে পড়বে বিপর্যয় ৷ অনেকটা এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় ৷ আরব সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঝড়ে রূপ নিয়েছে। বৃহস্পতিবার গুজরাতের জাখাউ বন্দরে ঘণ্টায় সর্বোচ্চ 125 থেকে 135 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের ৷ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় সেনা ৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছের জল ফুলে ফেঁপে উঠেছে ৷ বুধবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। 

গুজরাতের ভূজ, জামনগর, গান্ধিধাম, ধারাংধারা, ভদোদরা ও গান্ধিনগরে দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেগুলিতে সেনার তরফে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। মুম্বইয়ের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সোমবার সন্ধ্যায় জুহু সৈকতে 4 বালক ডুবে গিয়েছে। তাদের মধ্যে দু'জনের উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ চলছে ৷ অন্যদিকে, আরব সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো বাতাস গুজরাতের উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। গুজরাতের উপকূলবর্তী এলাকাগুলি থেকে 30 হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.