Cyclone Biparjoy: আসছে 'বিপর্যয়', উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল গেটওয়ে অফ ইন্ডিয়ায় - সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল গেটওয়ে অফ ইন্ডিয়ায়
🎬 Watch Now: Feature Video
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। বর্তমানে এই ঘূর্ণিঝড় ফুঁসছে পূর্ব ও মধ্য আরব সাগরে। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফুলে ফেঁপে উঠেছে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আবর সাগরের জল ৷ ইতিমধ্য়েই আরব সাগরের উপকূলবর্তী সমস্ত অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আরব সাগরর তীরবর্তী ভালসাদ এলাকায় তিথাল সমুদ্র সৈকতে বিশালাকার ঢেউ দেখা যাচ্ছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী 14 জুন পর্যন্ত এই বিচে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
ভালসাদ প্রশাসনের তরফে সমস্ত মৎস্যজীবীদের আগামী 14 জুন পর্যন্ত সমুদ্র নামতে নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্র সৈকত এলাকায় সমস্ত বাসিন্দাদের রাতারাতি এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘূর্ণিঝড়ের জেরে গুজরাত, কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ার গতিবেগও বেড়ে চলেছে ৷ অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব-মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবের দিকে তাকিয়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে কেরালার তিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামঠিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদ্দুকি, কোঝিকোড়ে এবং কন্নুরে।