28th KIFF 2022: চলচ্চিত্র উৎসবের শেষবেলাতেও সিনেমাপ্রেমীদের উপচে পড়া ভিড় নন্দনে - Crowd gathered in numbers at KIFF on last day
🎬 Watch Now: Feature Video
ফের বছরভর অপেক্ষা ৷ তার আগে সমাপ্তিতেও জমজমাট 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022) ৷ শেষদিনেও নন্দন চত্বর জমজমাট সিনেপ্রেমীদের ভিড়ে (Crowd gathered in numbers at KIFF on last day) ৷ তবে সবাই যে তাদের পছন্দের ছবি দেখলেন, তেমনটাও নয় ৷ এরইমধ্যে ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা হল পরিচালক রঞ্জন ঘোষের ৷ অন্তিমদিনে তিনিও এসেছিলেন পছন্দের ছবি দেখতে ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST
TAGGED:
KIFF 2022