Sujan warns Police: উর্দি খুলে তৃণমূলের জামাটা পরিয়ে দেবে মানুষ, পুলিশকে হুঁশিয়ারি সুজনের - পুলিশকে হুঁশিয়ারি সুজনের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 7, 2023, 8:28 PM IST

পুলিশকে উর্দির সম্মান করার কথা মনে করিয়ে হুঁশিয়ারি দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী । রবিবার বীরভূমের পাড়ুইয়ের বাজারে একটি পথসভা করে বাম-কংগ্রেস নেতৃত্ব ৷ পরে পাড়ুই থানায় একটি গণ ডেপুটেশন জমা দেওয়া হয় ৷ সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানান, এখন নকুলদানার টেস্ট তিহাড় জেলে বন্দি ৷ যারা এক সময় পুলিশকে হুঁশিয়ারি দিত তাদের শেষমেশ ঘর হয়েছে তিহাড় জেলে ৷ সবাই দেখতে পাচ্ছেন সেটা । তিনি বীরভূমের পুলিশকে উদ্দেশ্য করে জানান, এটা 2018 নয় ৷ মানুষের দেওয়া উর্দি তারা পরে রয়েছে ৷ কারও নিজের পয়সায় কেনা উর্দি নয় ৷ সরকারের দেওয়া উর্দি ৷ ওই উর্দি হয় সম্মান করতে হবে, তা না হলে মানুষ উর্দিটা খুলে তৃণমূলের জামা পরিয়ে দেবে । সিভিক ভলেন্টিয়ার প্রসঙ্গে সুজন জানান, পুলিশ যেন কায়দাবাজি না করে । সিভিক পুলিশকে পাঠিয়ে খোঁজ নিয়ে কারা সিপিআইএম, কারা কংগ্রেস, কারা ফরওয়ার্ড ব্লক খোঁজা এসব করা যাবে না । এই রকম করলে গ্রামের লোক বসিয়ে রেখে দেবে, গুড় বাতাসা খাওয়াবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.