CPIM Agitation: দুর্গাপুরে সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ সিপিআইএমের - ভোট পরবর্তী হিংসা
🎬 Watch Now: Feature Video
সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নামল সিপিআইএম (CPIM) পশ্চিম বর্ধমান জেলা কমিটি । শুক্রবার সকাল থেকেই মিছিল করে দুর্গাপুরের এনআইটিতে (Durgapur NIT) সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে স্লোগান শুরু করেন সিপিআইএম নেতারা ৷ সিপিআইএম জেলা নেতৃত্বের অভিযোগ, ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) হোক বা কয়লা (Coal Smuggling Case)-বালি পাচার হোক বা গরু পাচার (Cattle Smuggling Case), মূল অভিযুক্তদের তলব করছে না সিবিআই । এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্তই নন, তাঁদেরকে তলব করছে এবং অস্বস্তিতে ফেলছে । কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) পরিচালনা করছে সিবিআইকে । এইসব একাধিক অভিযোগকে সামনে রেখে বেশ কিছুক্ষণ ধরে এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে বিক্ষোভে সামিল হয় কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক । নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার এবং জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্য়ায় । অবিলম্বে তাদের দাবিদাওয়া মানা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বাম নেতৃত্ব ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST