Coronavirus Free Booster Dose: বিনামূল্যে বুস্টার ডোজ, টিকা নিতে 18 থেকে 59 বছর বয়সিদের লাইন - দুর্গাপুর পৌরনিগম
🎬 Watch Now: Feature Video
ঘোষণা মাফিক 18 থেকে 59 বছর বয়সিদের জন্য বিনামূল্যে করোনার বুস্টার ডোজ (Coronavirus Free Booster Dose) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল ৷ শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরেও (Durgapur) যোগ্য উপভোক্তাদের টিকা দেওয়া হয় ৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে, টিকাকরণের এই নির্দিষ্ট পর্যায়টি চলবে টানা 75 দিন ৷ এদিন দুর্গাপুর পৌরনিগমের (Durgapur Municipal Corporation) সুস্বাস্থ্য কেন্দ্রে 18 থেকে 59 বছর বয়সিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হয় ৷ 75 দিনের এই বিশেষ ব্যবস্থাপনায় খুশি আমজনতা ৷ পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখি তিওয়ারি জানিয়েছেন, নয়াদিল্লির তরফে টিকার ডোজ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হলে আগামী দিনে আরও কয়েকটি কেন্দ্রেও 18 থেকে 59 বছর বয়সিদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST