Bombs Recovered: মাথাভাঙায় বিজেপির জনসভা শুরুর আগে উদ্ধার 2 তাজা বোমা, অভিযুক্ত তৃণমূল - তাজা বোমা উদ্ধার
🎬 Watch Now: Feature Video
কোচবিহারের (Cooch behar News) মাথাভাঙার হাজরাহাট শুংসুংগি বাজারে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । এই এলাকায় রবিবার এক স্থানীয় বাসিন্দা মাঠে ছাগল বাঁধতে গিয়ে বোমা দুটি (Bombs Recovered) দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ । রবিবার এই এলাকায় বিজেপির সভা (BJP rally) নির্ধারিত ছিল । সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন ও বিজেপির নেতারা । সুশীল বর্মনের অভিযোগ, "আজকে আমাদের এই এলাকায় বিজেপির সভা রয়েছে ৷ আমাদের সভায় যাতে কর্মী-সমর্থক কম আসে সেজন্যই তৃণমূল এ ধরনের ঘটনা ঘটিয়েছে ৷" যদিও মাথাভাঙা 1বি ব্লকের তৃণমূল যুব সভাপতি রুপম শীলশর্মা বলেন, "সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন ৷ বোম বন্দুকের রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী নয় ।" তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই এলাকার বিজেপি নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালালে অনেক বোমা বন্দুকের মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST