Panchayat Election 2023: কর্মী মৃত্যুর প্রতিবাদে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কংগ্রেসের - মুর্শিদাবাদের খড়গ্রামে শুক্রবার
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই মনোনয়ন জমা দেওয়ার জন্য তৎপরতা দেখা গিয়েছে সবক'টি রাজনৈতিক দলই ৷ আর সেই মনোনয়নকে ঘিরে অশান্তির খবর উঠে আসছে জেলায় জেলায় ৷ মনোনয়নের প্রথম দিনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মীর ৷ এরপর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে ৷ মুর্শিদাবাদের খড়গ্রামে শুক্রবার কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখের মৃত্যুর প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করল প্রদেশ কংগ্রেস ৷ শনিবার প্রদেশ কংগ্রেসের নেতা-সমর্থকেরা কর্মী ফুলচাঁদ শেখের মৃত্যুর প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতর অভিযান করে ৷ যদিও পুলিশ প্রদেশ কংগ্রেস নেতা-কর্মীদের আটক করে ৷ অভিযোগ, কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখকে শুক্রবার তাঁর বাড়ির সামনেই গুলি করে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ওইদিন রাতে ফুলচাঁদকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় কংগ্রেস নেতার ৷ তাঁর মৃত্যুর পরই উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে ৷ বিরোধীরা প্রশ্ন তুলছে, মনোনয়নকে কেন্দ্র করেই যেখানে অশান্তি রক্তপাতের ঘটনা ঘটছে, সেখানে রাজ্য পুলিশের উপর আস্থা রেখে কীভাবে শান্তিপূর্ণ ভোট সম্ভব ? এই ঘটনার প্রতিবাদেই প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিয়েছে বলেও খবর।