Droupadi Murmu Bengal Visit: প্রথম বঙ্গসফরে কলকাতা পৌঁছলেন রাষ্ট্রপতি, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী - Droupadi Murmu
🎬 Watch Now: Feature Video
পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার দু'দিনের বঙ্গসফরে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে এলেন তিনি (President Droupadi Murmu First Bengal Visit) ৷ এদিন বেলা 11টা 55 মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান ৷ সেখানেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় ৷ দেশের প্রথম নাগরিককে স্বাগত জানাতে রাজ্যের তরফে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু ৷ তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মুখসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশ ডিজি মনোজ মালব্য ৷ গার্ড অফ অনারের পর চপারে রেসকোর্স পৌঁছন রাষ্ট্রপতি ৷ সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee welcomes President Droupadi Murmu) ৷ রেসকোর্স থেকে রাষ্ট্রপতি পৌঁছন নেতাজি ভবনে ৷ নেতাজি ভবনে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং রাজ্যের আর এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এদিন আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির ৷ মঙ্গলবার বেলুড় মঠ হয়ে শান্তিনিকেতন যাবেন তিনি ৷