CPIM on Mid-Day Meal: মিড-ডে মিলে বরাদ্দ 24 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে খরচের অভিযোগ, সরব সিপিআইএম - মিড ডে মিল
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্বল বিতরণ অনুষ্ঠানে খরচ এসেছে মিড-ডে মিলের বরাদ্দ থেকে ! এমনই বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে রাজ্য সিপিআইএম-এর মুখপত্রে ৷ সেখানে দাবি করা হয়েছে, গত 29 নভেম্বর উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এক কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় 1 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়েছে বলে সেখানে দাবি করা হয়েছে ৷ অভিযোগ সেই মোট খরচের মধ্যে 23 লক্ষ 85 হাজার টাকা এসেছে খাদ্য দফতরের মিড-ডে মিলের বরাদ্দ থেকে (CM Expenditure Comes from Mid-day Meal Allocation) ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী-সহ অন্যান্য বামপন্থীরা ৷ এদিন সুজন চক্রবর্তী জানান, বামেরা যা দাবি করছিল, এবার তা তথ্য আকারে প্রকাশিত হচ্ছে ৷ সরকারের কোনও হুঁশ নেই বলে অভিযোগ করেছেন তিনি ৷ এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নিয়েছেন তিনি ৷ জানান, মুখ্য়মন্ত্রীর অনুষ্ঠানে মিড-ডে মিল ও অন্যান্য প্রকল্পের বরাদ্দ টাকা খরচ করা লুটের সমান ৷ উল্লেখ্য, গতকয়েকদিনে জেলার বিভিন্ন স্কুলে মিড-ডে মিলের খাবারে মরা ইঁদুর, টিকটিক ও আরশোলা পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে রাজ্য সরকার তথা খাদ্য দফতরকে একহাত নিয়েছে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস ৷ সেই আবহেই এবার মুখ্য়মন্ত্রীর সভায় মিড-ডে মিলের বরাদ্দ খরচ করার দাবি তুললো সিপিআইএম-এর মুখপত্র ৷