Mamata on Bhowanipur Murder : ভবানীপুরে অপরাধ বরদাস্ত নয়, কড়াবার্তা মুখ্যমন্ত্রীর - ভবানীপুরে দম্পতি খুন
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15507576-thumbnail-3x2-photo-aspera.jpg)
ভবানীপুরে দম্পতি খুন (Bhowanipur Murder) ৷ এই ঘটনায় বুধবার ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ তিনি একদিকে যেমন স্থানীয় বিধায়ক, অন্যদিকে এটা তাঁর পাড়া ৷ ফলে ঘটনাস্থল ঘুরে দেখার কড়াবার্তা দেন তিনি ৷ বলেন, ‘‘ভবানীপুরে এ ধরনের ঘটনা বরদাস্ত করব না । ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে ।’’ তিনি নিহত দম্পতির পরিজনদের সঙ্গে বৈঠক ৷ মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন নিহত দম্পতির মেয়ে ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST