Kanailal Bhattacharya College : গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ধুন্ধুমার হাওড়ার কানাইলাল কলেজ - conflict between two groups)
🎬 Watch Now: Feature Video
জেলা রাজনীতিতে বিবাদমান গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া এবার হাওড়ার জগাছার কানাইলাল ভট্টাচার্য কলেজে (TMC inner clash)। গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড ৷ কানাইলাল কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে আজকে সংঘর্ষ বাঁধে (conflict between two groups) । বিবাদের মূল কারণ ওই কলেজের ছাত্র সংসদ ঘর কার দখলে থাকবে (Kanailal Bhattacharya College) ৷ তা নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST