Post Poll Violence: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কুলপি, বেশ কয়েকজন আহত - Post Poll Violence

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 12, 2023, 10:36 PM IST

ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার কুলপি থানার বুলার চক এলাকা। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কুলপি পঞ্চায়েতের ভোট গণনা শেষ হয়। তারপর রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বুধবার দুপুর থেকে এলাকা দখলকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনায় ছড়ায়। বুধবার বিকালে দু'পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘটনায় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী হিংসার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। মুড়ি-মুড়কির মত পড়তে থাকে বোমা। প্রাণভয়ে সাধারণ মানুষ কার্যত নিজেদের ঘরবন্দি করে নিয়েছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও এখনও পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। অশান্তি এড়াতে মোতায়েন পুলিশ বাহিনী। সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসার জেরে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.