আসছে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজেছে পার্ক স্ট্রিট, বড়দিনের আগেই উৎসবের আমেজ শহরজুড়ে - christmas

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 6:37 PM IST

Christmas preparation: আসছে বড়দিন ৷ রেনডিয়ারের টানা স্লেজগাড়িতে চড়ে শীতের দেশ থেকে ছোটদের জন্য উপহার নিয়ে আসছেন সান্তাক্লজ ৷ বড়দিনের উৎসবের আমেজ প্রতিবারের মতো এবারের পড়েছে পার্ক স্ট্রিটে ৷ ক্রিসমাস থিমে সেজে উঠেছে শহরের অন্যতম প্রাণকেন্দ্র ৷ অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন ক্রিসমাস ফেস্টিভ্যালের। 21 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল ৷ ক্রিসমাস কয়্যার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অ্যালেন পার্কে।ইতিমধ্যেই সেজে উঠেছে পার্কস্ট্রিট ৷ ক্রিসমাস বেল, লাল জোব্বা পড়া স্যান্তা ক্লজ, পার্টি গ্লোব লাইট, এক্সমাস ট্রি, রিবন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো রাস্তা। শুধু পার্ক স্ট্রিট নয় সাজানো হয়েছে কলকাতার একাধিক রাস্তা। পাশাপাশি বসেছে কেক, পেস্ট্রি, মোমো, স্যুপ, হ্যান্ডমেড চকলেট-সহ নানা খাবারের পসরা ৷ অন্য দিকে রাস্তার ধরে বসেছে স্যান্টা টুপি, বিভিন্ন রকমের এক্সমাস ট্রি'র স্টল। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে বাড়ছে মানুষের ভিড় ৷ একদিকে যেমন কার্নিভ্যালের আনন্দ উৎসবে মেতেছেন শহরবাসী তেমনই নিরাপত্তার দিকে কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ ৷ প্রতিবারের মত এবারও থাকছে পুলিশের কিয়স্ক ৷ থাকছে একাধিক ওয়াচ টাওয়ারও। ভিড় সামলাতে বিভিন্ন জায়গায় থাকছে পুলিশি নজরদারি ৷ 25 ডিসেম্বর সম্পূর্ণ পার্ক স্ট্রিট এবং তার সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণও করা হবে ৷ ফলে ক্রিসমাসের আগে আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে শহর তিলোত্তমাকে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.