Kulpi Bomb Blast: বল ভেবে ছুড়ল বোমা , কুলপিতে বিস্ফোরণে জখম 2 শিশু - কুলপিতে বোমা বিস্ফোরণ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 17, 2022, 12:32 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মিনাখাঁর পর এবার কুলপিতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ জখন দুই নাবালক । জানা গিয়েছে, ছামনাবনি গ্রামের একটি পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় বোমা পড়ে থাকতে দেখে তিন নাবালক। পরে সেগুলিকে তুলে এনে বল ভেবে ছুড়ে ফেললে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় জখম হয় 2 জন ৷ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কুলপি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় । বোমা উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ ৷ পাশাপাশি এলাকা থেকে পাঁচটি বোমা ও একটি লোডেড আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে (Minors injured as bomb blast in Kupli South 24 Parganas ) ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.