Durga Puja 2023: পাঁচমহলা জমিদার বাড়িতে মায়ের সংসার, অভিনব থিমে চমক চন্দননগরের বাগানবাটির - দুর্গাপুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 6:24 PM IST

জমিদারি প্রথা উঠে গেলেও জমিদার বাড়ি রয়ে গেছে চন্দননগরের বাগানবাটিতে ৷ জমিদার বাড়ির আদলে বিশাল পুজো মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছে বাগানবাটি সর্বজনীন ৷ তাদের এবারের থিম 'ভিন্ন প্রকৃতি' ৷ মণ্ডপের সামনে বিশাল দরজা, নাটমন্দির থেকে পাঁচমহল বাড়ি তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের তরফে ৷ এ বছর তাদের এই পুজো 19 তম বর্ষে পদার্পণ করেছে ৷ মণ্ডপের বাইরের অংশে পুরনো দিনের আদলে ঝুল-বারান্দার ও খিড়কি দুয়ারও ফুটিয়ে তোলা হয়েছে ৷ মণ্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে পুরনো দিনের মতো আশেপাশের লোকজন জমিদার বাড়িতে প্রতিমা দর্শন করছেন ৷ একটু এগিয়ে গেলেই দেখা যাবে ভিতরে অধিষ্ঠান করছেন দেবী দুর্গা ৷ প্রতিমার চালচিত্র এখানে উলটো ৷

পুজো কমিটির কার্যকরী সভাপতি বাসুদেব কোলে জানান, এই জমিদার বাড়িতে রয়েছে ভিন্ন ভিন্ন রঙের ঘর ৷ জমিদার বাড়ি ভাগ হয়ে গিয়েছে, তারা নিজেদের মতন রং করে নিয়েছে ৷ দর্শনার্থীরা মণ্ডপ দেখে বুঝতেই পারছেন না, তাঁরা মণ্ডপে প্রবেশ করেছেন, না কোনও জমিদার বাড়িতে এসেছেন ৷ আর মা দুর্গার মূর্তিতে বিশেষত্ব আনা হয়েছে ৷ মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর মা অস্ত্র সংরবণ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.