Bijoya Dashami 2023: মুখোপাধ্যায় বাড়ির সিঁদুর খেলায় মাতলেন রানি, ঢাক বাজালেন অনুরাগ
🎬 Watch Now: Feature Video
Published : Oct 25, 2023, 12:56 PM IST
|Updated : Oct 25, 2023, 1:03 PM IST
বিজয়া দশমীর সিঁদুর খেলা দিয়ে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা শুরু হয় ৷ সেইসঙ্গে শুরু হয়ে যায় আরও একটা বছরের অপেক্ষা ৷ সিঁদুর খেলার মাধ্যমে দেবীকে বিদায় জানিয়ে, বলা হয়, "আবার এসো মা" ৷ মঙ্গলবার ছিল বিজয়া দশমী ৷ এদিন নর্থ বোম্বে সর্বজনীন দুর্গা পুজোর মণ্ডপে সিঁদুর খেলতে দেখা গেল রানি মুখোপাধ্যায়, সর্বাণী মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়কে ৷ এই মণ্ডপে ঢাক বাজালেন চিত্র পরিচালক অনুরাগ বসু ৷
উত্তর মুম্বইয়ের এই পুজোটি মুখোপাধ্যায়দের পুজো হিসেবে পরিচিত ৷ সেখানেই সকলের সঙ্গে সিঁদুর খেলায় মতে উঠলেন রানি ৷ হাতে কাঁসর নিয়ে ঘণ্টাও বাজালেন তিনি ৷ রানি এদিন প্যাস্টেল শেড ও গোলাপি রঙের শাড়ি পড়ে ছিলেন বাঙালি কায়দায় ৷ মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলায় সম্পূর্ণ বাঙালি লুকে দেখা গিয়েছে রানিকে ৷ ঐতিহ্য মেনে বিজয়ার দিন সোনার গয়না পড়তেও দেখা গিয়েছে তাঁকে ৷ মুখোপাধ্যায় বাড়ির এই পুজোয় দেখা গিয়েছে কপিল শর্মা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সুমনা মুখোপাধ্যায়কেও ৷ সিঁদুর খেলাতেও অংশ নিয়েছেন তিনি ৷