Bidyut Chakraborty: বিদ্যুতের মেয়াদ শেষে 'শান্তি'-নিকেতনে, প্রাক্তন উপাচার্যের প্রতীকী মরদেহ নিয়ে মিছিল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 8:35 PM IST

এক ঝলক দেখলে মনে হবে সত্যিই কোনও মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে ৷ খাটে করে মৃতদেহ কাঁধে নিয়ে একদল লোক চলেছে হরিনাম সংকীর্তন করতে করতে ৷ তবে এটা ছিল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর প্রতীকী মরদেহ ৷ বুধবার বিশ্বভারতীতে উপাচার্য হিসাবে তাঁর মেয়াদ শেষ হতেই এমনই বিদায়যাত্রা করল কবিগুরু হস্তশিল্প মার্কেটের লোকজন ৷ পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেন বিশ্বভারতীর একাংশ অধ্যাপক । 

মেয়াদ শেষ হতেই বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে স্বাক্ষর করে আসেন বিদ্যুৎ চক্রবর্তী । ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক । তারপরেই সন্ধ্যায় বিদ্যুৎ চক্রবর্তীর প্রতীকী মরদেহ খাটে তুলে কাঁধে করে শান্তিনিকেতনের রাস্তায় বেরোয় মানুষজন ৷ খোল বাজিয়ে কীর্তন করতে করতে কেন্দ্রীয় কার্যালয়ের বলাকা গেটের সামনে নিয়ে আসা হয় প্রতীকী মরদেহ । পরে লালবাঁধে গিয়ে সৎকার করা হয় ৷ মেয়াদ শেষের পরে এভাবেই বিদায় সংবর্ধনা দেওয়া হল বিদ্যুৎ চক্রবর্তীকে । তাঁর সময়কালে একাধিক সিদ্ধান্তে উত্তাল হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে আক্রমণ, কখনও মুখ্যমন্ত্রীকে, কখনও প্রবীণ আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, প্রাক্তনীদের নিশানা করতে দেখা গিয়েছিল বিদ্যুৎবাবুকে । সেইসব ক্ষোভ থেকেই এদিন তাঁর প্রতীকী মরদেহ নিয়ে সৎকার করা হল বলে জানান কবিগুরু হস্তশিল্প মার্কেটের লোকজন ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.