Kuldeep Jaghina Murder: দিনেদুপুরে সরকারি বাসে গুলি দুষ্কৃতীদের, কুলদীপ জাঘিনা খুনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে - কুলদীপ জাঘিনা খুনের সিসিটিভি ফুটেজ
🎬 Watch Now: Feature Video
গ্যাংস্টার কুলদীপ জাঘিনা খুনের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য ৷ ওই সিসিটিভি ফুটেজে দিনেদুপুরে রাজস্থানের ভরতপুরে একটি সরকারি বাস থামিয়ে বন্দুক হাতে কয়েজন দুষ্কৃতীকে উঠে পড়তে দেখা গিয়েছে ৷ তা দেখেই আতঙ্কে বাসের মধ্যে থাকা যাত্রীর চিৎকার করতে থাকেন ৷ প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে ঝাঁপ দেন ৷ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা হত্যার উদ্দেশে কোনও ব্যক্তিকে খুঁজছে ৷ তাঁকে খুঁজে পেয়ে দুষ্কৃতীরা বাসের মধ্যে প্রায় দু'মিনিট ধরে নাগাড়ে গুলি চালায় ৷
গুলি চলতে দেখেই নিমেষের মধ্যে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন ৷ দুষ্কৃতীরা বাসের মধ্যে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ সেই ব্যক্তিই কুলদীু জাঘিনা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর তাদের কার্যসিদ্ধি হয়েছে বুঝতে পেরে সেখান থেকে চলে যায় দুষ্কৃতীদের দলটি ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন দুষ্কৃতীর মুখোশ থাকলেও, অধিকাংশের মুখই খোলা ৷ সেই ফুটেজ দেখে চারজনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের মুখ খোলা থাকায় পুলিশ সহজেই তাদের ধরে ফেলে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চার অভিযুক্ত বিষ্ণু, ধর্মরাজ, সৌরভ ও এবং বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই নিয়ে গ্যাংস্টার কুলদীপ জাঘিনা খুনে 9 জনকে গ্রেফতার করল পুলিশ ৷