CBI at Anubrata House: অনুব্রতর খোঁজে চিনার পার্কের ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিক - অনুব্রতর খোঁজে চিনার পার্কের বাড়িতে যান সিবিআই
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16051014-thumbnail-3x2-photo-aspera-aspera.jpg)
অনুব্রত মণ্ডলের খোঁজে চিনার পার্কের ফ্ল্যাটে গেলেন সিবিআই-এর একজন প্রতিনিধি(CBI officer visits in Anubrata Mandal Chinar park House) ৷ জানা গিয়েছে, তিনি দেখতে এসেছিলেন বীরভূমের উদ্দেশ্যে রাওনা দিয়েছেন না, চিনার পার্কের বাড়িতেই আছেন অনুব্রত ৷ সোমবার সকালে গরু-পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অনুব্রত অসুস্থ ৷ চিকিৎসার কারণে কলকাতায় এসেছেন তিনি ৷ সিবিআই হাজিরা দিতে নয় ৷ সেই বার্তায় সিলমোহর দিয়েই এদিন সকালে এসএসকেএম-এ যান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ৷ হাসপাতাল ছেড়ে পুনরায় চিনার পার্কের বাড়িতে ফেরেন তিনি ৷ সেখান থেকে ফের রওনা দেন বীরভূমে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST