Viral Video of Bike Romance: চলন্ত বাইকে রোমান্সে মগ্ন যুগল, ভিডিয়ো ভাইরাল - চলন্ত বাইকে রোমান্স

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 9:52 PM IST

জাতীয় সড়কে চলন্ত বাইকে রোমান্সে মগ্ন যুবক-যুবতি ৷ যুবক বাইক চালাচ্ছেন ও যুবতি বাইকের সামনে ট্যাঙ্কে বসে তাকে জড়িয়ে ধরেছেন ৷ উত্তর প্রদেশের হাপুর জেলার সিমভাওলি এলাকার জাতীয় সড়কে সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ 21 সেকেন্ডের সেই ভিডিয়োয় ধরা পড়েছে যুবক-যুবতির রোমান্স ৷ যা দেখে আপনার মনে পড়ে যেতে পারে আমির খান-রানি মুখোপাধ্যায় অভিনীত 'গুলাম' ছবির কথা ৷ রোমান্সে দু'জনে এতটাই মত্ত হয়ে গিয়েছেন যে তাঁদের আর কোনওদিকে হুঁশ নেই ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত ৷ এমনকি দু'জনের কারওর মাথাতেই হেলমেট ছিল না ৷ বাইকটির পিছনে থাকা একটি গাড়ি থেকে দু'জনের সেই মুহূর্তের ভিডিয়োটি তুলেছেন ৷ সেই ভিডিয়ো সামনে আসতেই চর্চা শুরু হয়েছে এলাকায় ৷ 

এমনই এক ঘটনা ঘটেছিল কর্ণাটকের চামারাজনগরের রাস্তায় ৷ একইভাবে বাইকে যাচ্ছিলেন যুবক-যুবতি ৷ এক পথচারী সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় ৷ তা দেখার পরই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ ৷ অভিযুক্ত বাইকার যুবককে আটক করে 279 ও 184 আইএমভি আইনের অধীনে মামলা রুজু করে ৷ তবে উত্তর প্রদেশের এহেন ঘটনায় এখনও পুলিশ কোনও পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.