BJP's Special Puja in Durgapur : কাশীপুরে দলীয় কর্মী খুনের প্রতিবাদে দুর্গাপুরে বিজেপির অকাল তর্পণ - Cossipore BJP Worker's Death
🎬 Watch Now: Feature Video
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় এলেন তখনই কাশীপুরে রহস্যমৃত্যু হল বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার (Cossipore BJP Worker's Death) ৷ আর এরপরই আজ তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দুর্গাপুরের দামোদর নদে অকাল তর্পণ করলেন বিজেপি নেতারা (BJP's special puja in Durgapur for worker's murder in Cossipore) । দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই দামোদরে স্নান করে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "যেভাবে খুন এবং সন্ত্রাস চলছে সারা রাজ্যজুড়ে তার তীব্র প্রতিবাদ জানাই। পশ্চিম বর্ধমান জেলা থেকে একের পর এক বিজেপি নেতা খুন হচ্ছে শাসকদলের হাতে ।" কাঁকসার বিজেপি নেতা সন্দীপ ঘোষ এবং দুর্গাপুরের বিজেপি নেতার বাবা রামপ্রসাদ সরকারের খুনিদের কঠোর শাস্তির দাবিতে এবং তাঁদের আত্মার শান্তি কামনার জন্যও এই অকাল তর্পণ বিজেপির বলে জানান তিনি । এই অকাল তর্পণে লক্ষ্মণ ঘড়ুই ছাড়াও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দত্ত-সহ অন্যান্য নেতৃত্ব অংশ নেয় ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST