Ananta Maharaj Files Nomination: গ্রেটার কোচবিহার প্রসঙ্গ এড়ালেন অনন্ত মহারাজ, পেশ করলেন মনোনয়ন - Rajya Sabha

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 13, 2023, 5:07 PM IST

বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন অনন্ত মহারাজ ৷ এরাজ্য থেকে রাজ্যসভার আসনে বিজেপির একমাত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন তিনি ৷ যাঁর দীর্ঘদিনের দাবি গ্রেটার কোচবিহার বা আলাদা রাজ্য ৷ রাজ্যসভার সাংসদ হয়ে এ নিয়ে কি সরব হবেন তিনি সংসদ ভবনে ? এই প্রশ্নের উত্তর অবশ্য এদিন এড়িয়ে গিয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা ৷ তিনি বললেন, ‘‘আগে মেম্বার হই, তার পর একে একে কথা হবে ৷’’ তবে, রাজবংশীদের প্রতিনিধি হিসেবে তিনি দেশের সংসদে গিয়ে অবশ্যই তাঁদের দাবি দাওয়া তুলে ধরবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু, গ্রেটার কোচবিহার প্রসঙ্গ এককথায় এড়িয়ে গেলেন তিনি ৷

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতির স্বার্থে রাজ্যভাগের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এ নিয়ে পালটা সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি মানচিত্রে কোনও বিভাজন চায় না ৷ রাজ্য বিজেপি নেতৃত্ব যদি এই সিদ্ধান্তে অবিচল থাকে, তাহলে অনন্ত মহারাজকে রাজ্যসভার প্রার্থী করা কি সত্যিই 2024 লোকসভায় রাজবংশী ভোটের সমীকরণ মাত্র ? উঠছে সেই প্রশ্নও ৷ মনোনয়ন জমা দিতে এসে যা নিয়ে মৌনতা বজায় রাখলেন অনন্ত মহারাজ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.