BJP Protest Rally against TMC: তৃণমূলের জেলা সভাপতির গ্রেফতারির দাবিতে কোচবিহারে বিজেপির মিছিল - কোচবিহার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17085036-thumbnail-3x2-photo-aspera.jpg)
কোচবিহারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে ধর্ষণ সহ (Rape) একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি বিজেপির (BJP) ৷ তাই বৃহস্পতিবার অভিজিতের শাস্তির দাবিতে কোচবিহারে (Cooch Behar) মিছিল করে তারা ৷ এদিন দুপুরে বিজেপির কোচবিহার জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । মিছিল শেষে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অভিজিৎ বর্মন অভিযোগ করেন, অভিজিৎ দে ভৌমিক খুন, ধর্ষণ সহ 11টি মামলায় অভিযুক্ত । অথচ তিনি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union Minister Nisith Pramanik) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন । সেই কারণে অভিজিতের গ্রেফতারির দাবিতে তাঁরা সরব হয়েছেন ৷ অন্যদিকে অভিজিৎ দে ভৌমিকের পালটা দাবি, তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই ৷ বিজেপির অভিযোগ ভিত্তিহীন ৷ তিনি এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST