BJP MP Jaganath Sarkar Attacks TMC : তৃণমূল পার্টিটাই দুর্নীতিতে ভরা, কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের - BJP MP Jaganath Sarkar Attacks Trinamool Congress on SSC case
🎬 Watch Now: Feature Video
তৃণমূল পার্টিটাই দুর্নীতিতে ভরা । দুর্নীতি থেকে বাঁচতেই নেতা-মন্ত্রীরা একে অপরের দিকে দোষ ঠেলছেন । এসএসসি দুর্নীতি বিতর্কে শাসকদলের মতভেদ প্রকাশ্যে চলে আসায় এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (BJP MP Jaganath Sarkar Attacks Trinamool Congress on SSC case) । রবিবার বারাসতে বিজেপি নেত্রী নবনীতা চক্রবর্তীর বাড়ির বাসন্তী পূজোর অনুষ্ঠানে আসেন তিনি । সেখানেই এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে শাসকদলকে নিশানা করেন বিজেপি সাংসদ । জগন্নাথের কথায়, "শুধু শিক্ষাক্ষেত্র নয়, সরকারের প্রতিটি ক্ষেত্রই দুর্নীতির আখড়া । সেসব ক্ষেত্রেও যদি সিবিআই তদন্ত হয় তাহলে সরকারের অনেক মন্ত্রীকেই জেলে যেতে হবে একদিন । "