BJP Mohila Morcha: অরুণিমার বাড়িতে বিজেপির মহিলা মোর্চা - চাকরি প্রার্থীর হাতে কামড় পুলিশের
🎬 Watch Now: Feature Video
পুলিশের কামড়ে আহত চাকরিপ্রার্থী অরুণিমা পালের বেলঘরিয়ার বাড়িতে উপস্থিত হলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা প্রেসিডেন্ট তনুজা চক্রবর্তী (BJP Mohila Morcha Visit Arumina's House)। শুক্রবার সকালে তিনি অরুণিমার বাড়িতে যান ৷ অরুণিমার সঙ্গে কথা বলেন এবং তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শুধু অরুণিমা নয় যে সমস্ত চাকরি প্রার্থীদের পাশে আছেন তাঁরা। প্রসঙ্গত, আজ সকালে সাগরদত্ত হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফিরেছেন প্রতিবাদী এই চাকরি প্রার্থী ৷ হাতের কামড়ানোর দাগের মেডিক্যালে রিপোর্টেও উল্লেখ করা হয়েছে দাগটি মানুষের কামড়ের ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST