Sajal Slams Mamata: 'মমতাকে ওয়াশিং মেশিনে কালো করে ঢুকিয়ে তিহার থেকে সাদা হয়ে বের করব', তোপ সজলের - রাম নবমী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 30, 2023, 1:33 PM IST

বৃহস্পতিবার সকালে হাওড়াতে রাম নবমী (Ram Navami 2023) উপলক্ষে রামসেনার উদ্যোগে আয়োজিত মিছিলে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ। মিছিল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) রাজ্যে চলা দুর্নীতির জন্য দায়ী করে এভাবেই তোপ দাগেন এই বিজেপি নেতা। বুধবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিজেপির ওয়াশিং মেশিনের তত্ত্বের প্রেক্ষিতেই মূলত তোপ দাগেন বিজেপি নেতা। তিনি আরও জানান, এতে কোনও চাপ নেই। ওঁনাকেও কালো করে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তিহার জেল হয়ে সাদা করে বের করবেন তাঁরা। 

বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁতরাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। ওই মিছিলে রামসেনানীদের সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পৌরপিতা বিজেপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই-সহ অন্যান্য নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.